
italiano ইতালিয়ানো বা lingua italiana
ইতালীয় ভাষা (ইতালীয়: italiano ইতালিয়ানো বা lingua italiana লিঙ্গুয়া ইতালিয়া) একটি রোমান্স ভাষা যাতে প্রায় ৬ কোটি ৩০ লক্ষ লোক কথা বলে থাকেন। ইতালীয় ভাষাভাষীরা মূলত ইতালিতে বাস করেন। সুইজারল্যান্ডের চারটি সরকারি ভাষার একটি হল ইতালীয় ভাষা। এছাড়াও ভাষাটি সান মারিনো ও ভ্যাটিকান শহরের সরকারি ভাষা।